২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৪৪:২৬ অপরাহ্ন
যশোরের এসপির বদলি চেয়ে সিইসিকে জাতীয় পার্টির ৬ প্রার্থীর চিঠি
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৩
যশোরের এসপির বদলি চেয়ে সিইসিকে জাতীয় পার্টির ৬ প্রার্থীর চিঠি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছেন যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের জাতীয় পার্টির প্রার্থীরা।


যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দারের বদলি চেয়ে সিইসি কাজী হাবিবুল আউয়ালের কাছে পৃথক ছয়টি চিঠি জমা দেন তারা।


চিঠি দেওয়া ছয়জন হলেন- যশোর-১ আসনের মো. আক্তারুজ্জামান, যশোর-২ আসনের ফিরোজ শাহ, যশোর-৩ আসনের মো. মাহবুব আলম, যশোর-৪ আসনের জহুরুল হক, যশোর-৫ আসনের এমএ হালিম ও যশোর-৬ আসনের জিএম হাসান। তাদের প্রত্যেকের চিঠির ভাষা প্রায় একই।


যশোর-৫ আসনের এমএ হালিম চিঠিতে লিখেছেন- এসপি প্রলয় কুমার জোয়ার্দার প্রায় তিন বছর ধরে যশোর জেলায় কর্মরত আছেন। তিনি নেত্রকোনার স্থায়ী বাসিন্দা হলেও তার শ্বশুরবাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। আত্মীয়তার কারণে প্রলয় কুমারের সঙ্গে মনিরামপুর উপজেলাসহ পুরো যশোরের অনেক মানুষের ভালো সম্পর্ক রয়েছে।


এমএ হালিমের দাবি, প্রলয় কুমার জোয়ার্দার মনিরামপুরের বর্তমান সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের জামাতা। আত্মীয়তার এ সম্পর্ক আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এরই মধ্যে এসপি প্রলয় জোয়ার্দারের নির্দেশে মনিরামপুর থানায় কর্মরত পুলিশ সদস্যরা প্রতিমন্ত্রী স্বপনের পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।


শেয়ার করুন