২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:২৯:১২ অপরাহ্ন
রাজশাহীতে আ.লীগ নেতার হোটেলে অসামাজিক কাণ্ড: ২২ শিক্ষার্থী আটক
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৩
রাজশাহীতে আ.লীগ নেতার হোটেলে অসামাজিক কাণ্ড: ২২ শিক্ষার্থী আটক

রাজশাহী মহানগরীতে এক আওয়ামী লীগ নেতার আবাসিক হোটেলে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২২ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। নগরীর গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্রান্ডে রাত ১১ টা থেকে দুই টা পর্যন্ত পুলিশ এ অভিযান পরিচালনা করে।


আটককৃতরা সকলেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা অসামাজিক কাজে লিপ্ত ছিলো হোটেলের কক্ষ ভাড়া নিয়ে। হোটেলটি তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আবুল বাশার সুজনের মালিকানাধীন হোটেল।


পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবিরের উপস্থিতিতে ওই হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২২ জন তরুণ-তরুণী আটক করা হয়। আটককৃতদের সকলেই শিক্ষার্থী।


বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আটককৃত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের পরিবারকে ডাকা হয়েছে। মালিককেও ডাকা হয়েছে। পরিবারের সদস্যরা আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন