২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:২৬:৫৪ অপরাহ্ন
নাশকতার আশংকায় পশ্চিমাঞ্চলে দুইটি ট্রেন বন্ধ
  • আপডেট করা হয়েছে : ২২-১২-২০২৩
নাশকতার আশংকায় পশ্চিমাঞ্চলে দুইটি ট্রেন বন্ধ

নাশকতার আশংকায় রাজশাহী থেকে দুইটি রুটের দুইটি লোকাল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার পশ্চিমাঞ্চল রেলের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল চিঠি দিয়ে দুইটি ট্রেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ট্রেন দুইটি হল রাজশাহী-পার্বতীপুর উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী-রহনপুর কমিউটার ট্রেন।


রাজশাহী থেকে ১২.৩০ ছাড়ার সময়। আর পার্বর্তীপুর থেকে ছাড়ে ভোর ৩.১৫। কমিউটার ট্রেন প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছাড়ে দুপুর ১টায়। আর পাবনার ঈশ্বরদী থেকে ছাড়ে ভোর ৫.৩০টায়।


পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, লোকাল ট্রেনে নাশকতার চেষ্টা হচ্ছে বেশী। গত ১৭ ডিসেম্বর জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেসের একটি বগিতে আগুন দেয় দৃর্বৃত্তরা। এতে বগির কয়েকটি সিট পুড়ে যায়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে লোকাল ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে আপাতত দুইটি লোকাল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু করা হবে।

শেয়ার করুন