২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:২৬:৩০ অপরাহ্ন
রাজশাহীতে নির্বাচনী প্রচারে জীবন্ত ঈগল
  • আপডেট করা হয়েছে : ৩১-১২-২০২৩
রাজশাহীতে নির্বাচনী প্রচারে জীবন্ত ঈগল

রাজশাহী-৫ (দুর্গাপুর ও পুঠিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের পক্ষে জীবন্ত ঈগল পাখি প্রচারণা চালাচ্ছেন তার সমর্থকরা। নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নৌকা প্রার্থীর সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সাদাম।


সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি ছড়িয়ে পড়েছে।  শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক  অভিযোগ করেন তিনি। অভিযোগে তিনি বলেন,  রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবায়দুর রহমান তার নির্বাচনী প্রতীক ঈগল পাখি। এ প্রার্থীর এক সমর্থক জীবন্ত ঈগল পাখি নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন। একই আসনে নৌকা প্রতীকে প্রার্থী হয়ে নির্বাচন করছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।


অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের এক সমর্থক কবিরুল ইসলাম জীবন্ত ঈগল পাখি নিয়ে প্রচারণা চালাচ্ছেন। বিষয়টি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান তিনি।


শেয়ার করুন