২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:৩৭:২৭ অপরাহ্ন
গাজীপুরে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৩১ শতাংশ
  • আপডেট করা হয়েছে : ১৭-১০-২০২২
গাজীপুরে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৩১ শতাংশ

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে সোমবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

গাজীপুরে বেলা ১১টা পর্যন্ত জেলার ছয়টি কেন্দ্রে ৬৩৬ ভোটারের মধ্যে ১৯৫ জন ভোট দিয়েছেন।

দুই ঘণ্টায় ভোটগ্রহণের হার শতকরা প্রায় ৩১ ভাগ। রিটার্নিং অফিসারের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনিসুর রহমান।

জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, জেলার পাঁচটি উপজেলায় ছয়টি কেন্দ্রে ১২টি কক্ষে একযোগে ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৩৬ জন। এর মধ্যে পুরুষ ৪৮৪ ও নারী ১৫২ জন। নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৫টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সংখ্যা ২টি।

নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— আওয়ামী লীগ মনোনীত মোতাহার হোসেন মোল্লা (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) এসএম মোকছেদ আলম (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী মো. শামসুদ্দিন খন্দকার (চশমা)।

সাধারণ ভোটারদের মতে, নির্বাচনে চেয়ারম্যান পদে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে মোটরসাইকেল ও আনারস প্রতীকের প্রার্থীর মধ্যে।

শেয়ার করুন