০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৫৮:৩১ পূর্বাহ্ন
সাটুরিয়া আ.লীগের সম্পাদক গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৪
সাটুরিয়া আ.লীগের সম্পাদক গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম স্কুলে আগুন ও ভাঙচুর মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টারকে (৬৫) নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।  


বুধবার দুপুরে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম।


গ্রেফতার আফাজ উদ্দিন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আস্থা ভাজন নেতা হিসেবে পরিচিত ছিলেন।  


সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুর ইসলাম বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আফাজ উদ্দিনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।  


জানা গেছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ওই দিনই পতিত সরকার প্রধান পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান। এরপর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান এবং অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন সময় বিএনপির নেতা-কর্মীদের হুমকি প্রদর্শন করতে থাকেন আসামিরা। ১৫ আগস্টকে সামনে রেখে ওই মাসের ১৩ তারিখে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের গেটে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই অপকর্মের দায় বিএনপির নেতা-কর্মীদের ওপর চাপানোর চেষ্টা করে। দরগ্রাম এলাকার সোহানুর রহমান, সোহেল রানা, শ্যামল মিয়াসহ আরও অনেকেই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য চেষ্টা করেন। এতে উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে শ্যামলের মাথায় আঘাতের চেষ্টা করে বিবাদীরা। ওই ঘটনায় কয়েকজন আহত হন এবং সাটুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। পরে উপজেলার তিল্লী ইউনিয়নের শাহীন খান বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে একটি মামলাও দায়ের করেন।


শেয়ার করুন