২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:০৩:১১ অপরাহ্ন
মোহনপুরে শুভ জন্মাষ্টমীতে বর্নাঢ্য শোভাযাত্রা
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৩
মোহনপুরে শুভ জন্মাষ্টমীতে বর্নাঢ্য শোভাযাত্রা

রাজশাহী মোহনপুর উপজেলায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ ৬ই সেপ্টেম্বর বুধবার সকাল ১১,০০ ঘটিকায় উপজেলা চত্তর হতে এক শোভাযাত্রা বের হয়ে রাজশাহী হতে নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।হিন্দু শাস্ত্র অনুযায়ী, আজ থেকে প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার এই দিনে পৃথিবীতে আগমন করেছিলেন। পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৫৪,পবা-মোহনপুর -৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সদস্য দিলীপ কুমার সরকার তপন,থানা অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল,  ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান,হযরত আলী,বাবলু হোসেন সহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ,উপজেলা,ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী ও গন্যমান্য ব্যাক্তি বৃন্দ।

শেয়ার করুন