২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৪৮:৫২ পূর্বাহ্ন
রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে এক দিনে ১০ মামলার রায়
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২২
রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে এক দিনে ১০ মামলার রায়

রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে এক সাথে পৃথক ১০টি মামলার রায় ঘোষণা করেছেন আদালত। সোমবার (৩১ অক্টোবর) সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।

মামলাগুলো রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার। এর মধ্যে সরকারি ব্যাংক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, ইমো হ্যাকিং চক্রসহ ১০টি মামলার রায় ঘোষণা করা হয়। রাজশাহীতে সাইবার ট্রাইব্যুনাল আদালত প্রতিষ্ঠার পর প্রথম এতগুলো মামলার রায় ঘোষণা করা হয়।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা রায়ের বিষয়টির নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস, ইমো হ্যাকিং সহ নানা অপরাধে ৯ টি পৃথক মামলার রায় দিয়েছে রাজশাহী সাইবার ট্রাইবুনাল আদালত। একটি মামলায় খালাস। বাকী ৮ মামলায় জনকে সর্বোচ্চ ৭ বছরসহ বিভিন্ন মেয়াদে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত।

এর আগে গত বছরের মার্চে বিভাগীয় শহরগুলোতে সাইবার ট্রাইব্যুনাল যাত্রা শুরু করে। ওই বছরের ১৪ সেপ্টেম্বর তথ্য-প্রযুক্তি অপরাধ আইনে বিচারক জিয়াউর রহমান প্রথম রায় ঘোষণা করেন।

শেয়ার করুন