০৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ০৭:০৭:১৫ অপরাহ্ন
খুব অপমানিত বোধ করেছিলাম : হিমি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২৫
খুব অপমানিত বোধ করেছিলাম : হিমি

জীবনে এমন অনেক ঘটনার মধ্য দিয়ে যেতে হয়, মানুষকে যা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। নিজেকে খুব অসহায় মনে হয় তখন। তবে ওই সব ঘটনা থেকেও নতুন বোধ জন্মায়। তাই একেবারেই কোনো স্মৃতি ভুলে যাওয়া সম্ভব নয়।


 তবু যদি বলতে হয়, আমি জীবনের অন্যতম স্মরণীয় ঘটনাটি ভুলে যেতে চাই।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। প্রতিযোগিতায় দারুণভাবে এগিয়ে যাচ্ছিলাম। চূড়ান্ত ঘোষণার দিন যখন আমার নাম ঘোষণা করা হয়, তখন আমি অতীব আনন্দে ভাসছিলাম।


 আমার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হলো। কিন্তু মুহূর্তেই সেই আনন্দ মাটি! ফিরতি ঘোষণা এলো, আমি বিজয়ী নই। বিজয়ী হয়েছে আমার নামের সঙ্গে মিল আছে এমন একজন। শুনে আমি পুরো হতভম্ব! আমার মাথা থেকে যখন মুকুট নিয়ে গিয়েছিল, খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছিল।

 

সে সময় বুঝেছি ধৈর্য মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত আমাকে দ্বিতীয় রানার আপ হয়েই ফিরতে হয়েছিল। আমাকে খুব সাপোর্ট করেছিল আমার মা, ভাই। 


তারপর সময় গড়িয়েছে অনেক, তাদের সঙ্গে মাঝেমধ্যে এখনো দেখা হয়। কিন্তু তাদের কোনো অনুশোচনা বা অনুতাপ নেই।


 তারা যদি আমাকে অন্তত স্যরি বলত, ভালো লাগত। তারা সেটা করেনি। এখন অবশ্য তাদের স্যরি বলা বা না বলায় কিছু আসে যায় না আমার। ওই ঘটনার পর হতাশায় নিমজ্জিত হয়ে শোবিজ ছেড়ে চলে যাইনি। নিজেই নিজেকে তৈরি করে নিয়েছি। ওখানে যারা যারা ছিল তাদের চেয়েও দর্শক এখন আমায় বেশি চেনে। দর্শকের ভালোবাসা পাচ্ছি প্রতিনিয়ত। এমনকি কানাডায় বেড়াতে এসেও দেখি বাঙালি  মাত্রই আমাকে চেনে, আমার সঙ্গে কথা বলতে চায় তারা, সেলফি তোলে। বুঝতে পারি, তারা আমাদের নাটক নিয়মিত দেখে, খুব ভালো লাগে।


শেয়ার করুন