২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:০৬:০৪ অপরাহ্ন
দুপুরে ফরিদপুরের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ০২-০১-২০২৪
দুপুরে ফরিদপুরের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার ফরিদপুরে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 


শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে জেলার দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের সভামঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখানে তিনি বিকাল ৩টার দিকে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।


নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করবেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। এছাড়া ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুর রহমান, ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহদাব আকবর ও ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্যাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ২৯ মার্চ সর্বশেষ ফরিদপুর শহরে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তিনি অবশ্য এই সরকারি রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন।


শেয়ার করুন