২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০১:০৮:০৩ অপরাহ্ন
রাজশাহী-৬ : ৩৪টি কেন্দ্রের ফলাফলে নৌকা এগিয়ে
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৪
রাজশাহী-৬ : ৩৪টি কেন্দ্রের ফলাফলে নৌকা এগিয়ে

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৬১ টি কেন্দ্রেসকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। পরে ভোট গনণা শুরু হয়।


সরেজমিন ভোট কেন্দ্র পরিদর্শনকালে জানা যায়, বাঘা উপজেলার চন্ডিপুর বিদ্যালয় পুরুষ কেন্দ্রে বেলা ২ টা পর্যন্ত ভোট পড়েছে ১২০৬। প্রিসাইডিং অফিসার শফিউর রহমান বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহন করা হচ্ছে।


চন্ডি প্রিসাইডিং অফিসার ফেরদৌস মোর্শেদ বলেন, বেলা ২টা পর্যন্ত কাষ্টিং হয়েছে ১১৭৫ ভোট। সরেজমিন কেন্দ্র দুটিতে গিয়ে দেখা যায়,পুরুষ কেন্দ্রের ৫টি বুথে বিএনএম প্রার্থীর এজন্ট ছিলনা। মহিলা কেন্দের ৬টি বুথে সব প্রার্থীর এজেন্ট দেখা গেছে।


নওটিকা-আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭৪২ ভোটারের মধ্যে বেরা ১২ পর্যন্ত ভোট পড়েছে ১০৪৩। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইকবাল হাসান বলেন, খন্ড খন্ডভাবে ভোটাররা এসে ভোট দিচ্ছেন।


সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মহিলা মোট ভোটার সংখ্যা ২৪১০।


নওটিকা-আরিফপুর কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৭৪২ ভোট। বেলা ১২টার দিকে ভোট পড়েছে ৩৮ শতাংশ। বাঘা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৫৭। বেলা ১২টার দিকে খোঁজ নিয়ে জানাগেছে ভোট পড়েছে ৯৩৪ ভোট। বেলা ১২টার দিকে ভোট পড়েছে ২ হাজার।


বাউসা হারুন-অর-রশি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুপুর ১ টার দিকে মেয়ে পারভিনার সাথে ভোট দিতে আসে ৮০ বছর বয়সের ডুৃগু বেওয়া।


তিনি জানান, নিরিবিলি পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগলো। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার সাহাদুর ইসলাম জানান,তার কেন্দ্রে ভোটার সংখ্যা৪৬৬১। বুথ সংথ্যা ১১। দুপুর ১টা পর্যন্ত কাষ্টিং হয়েছে ২০০ ভোট।


এ কেন্দ্রে মশাল প্রতীকের কোন এজেন্ট ছিলনা। দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২ পর্যন্ত ভোট পড়েছে ৮৫৩। এর মধ্যে মহিলা ভোট পড়েছে৫২১। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার শরিফুল ইসলাম জানান, মোট ভোটার সংখ্যা ৩২৪৯।


সাড়ে ১২ টার দিকে সরেজমিন কেন্দ্র পরিদর্শনকালে ভোটারে উপস্থিতি কম দেখা যায়। স্থানীয়রা জানান, কেন্দ্র থেকে ২০০ গজ পশ্চিমে কে বা কারা ককটেল বিস্ফোরন ঘটিয়েছে। স্থানীয় মনিরুল ইসলাম ও হানিফ আলী বলেন, ককটেলের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে কিছুটা ককটেল বিস্ফোরণের চিহৃ দেখা যায়।


ধনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১২ পর্যন্ত ভোট কাষ্টিং হয়েছে ৯৩৯ ভোট। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার তরিকুল ইসলাম জানান, মোট ভোটার ২৪৫৭।


বুথ সংখ্যা ৬টি। বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ককটের বিস্ফোরনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেরা নির্বাহি অফিসার ও সহকারি রির্টানিং অফিসার তরিকুল ইসলাম বলেন, অনুকুল পরিবেশে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে।


এর আগে আওয়ামী লীগ দলীয় প্রার্থী শাহরিয়ার আলম এমপি সকাল সাড়ে ৮টার দিকে আড়ানী পৌরসভার রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন ।


শাহরিয়ার আলম এমপি গণমাধ্যমকে বলেন, আমি নিজের ভোট দিলাম। আশা করছি, আমার মতো ভোটার উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন। কোন কেন্দ্রে নির্বাচন নিয়ে সহিংসতা ঘটার কোন সম্ভাবনা নেই। সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হবে বলে আমি আশা করছি।


বাঘা ফাজিল মাদ্রাসা কেন্দ্রর প্রিসাইডিং অফিসার শরিফুল ইসলাম বলেন, তার কেন্দ্রে বুথ সংখ্যা ৯টা। ৮টা থেকে ৯টা পর্যন্ত ভোট পড়েছে১০০। বাঘা মডের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশরাফুল ইসলাম জানান, তার কেন্দ্রে মহিলা ভোটার ৩৩৮০। ১০টা পর্যন্ত কাস্টিং হয়েছে সাড়ে ৬শ।


এ কেন্দ্রে ভোট দিতে আসা হরিজন সম্প্রদার্য়ের (সুইপার) লক্ষীরানী,তারা রানী জানান, তাদের পরিবারে পুরুষ নারী মিলে ভোটার রয়েছে ২৫জন। ভালো পরিবেশে ভোট দিতে পেরেছেন বলে জানা তারা।


বাঘা মডেল উচ্চ বিদ্যালয়য় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইমরান আলী জানান, তার কেন্দ্রের দশটা পর্যন্ত কাস্টিং হয় ৩৭২।


এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী শাহরিয়ার আলম এগিয়ে রয়েছেন বলে জানা যায়।

শেয়ার করুন