রাজশাহীতে কৃষি বিপণন আইন, বিধি এবং নীতির সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে রাজশাহী বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাশের বিদ্যমান কৃষি বিপণন নীতি, আইন, বিধি, ও প্রবিধান ইত্যাদি বিষয়ে বেসরকারী উদ্যোক্তা এবং সংবাদমাধ্যম প্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষি ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয় ।
দুই দিন ব্যাপী এই কর্মশালার সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক শামসুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রোজেটি নাজনীন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা,জাহিদুল ইসলাম।
সঞ্চলনায় ছিলেন পলিসি এ্যাকটিভিটিজের সিনিয়র ম্যানেজার হাসেম আলী আকাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের সহাকারি পরিচালক শাহনাজ পারভীন ও সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আফরিন হোসেন।
কর্মশালায় অংশগ্রহনকারীগণ মনে করেন কৃষি বিপণন নীতিমালা বিষয়ক এই ধরনের কর্মশালা খুব বেশী প্রয়োজন। তাঁরা অঙ্গীকার করেন যে নিজেরা বিপণন আইন মেনে চলবেন এবং সংশিষ্ট সকলকে বিপণন আইন মেনে চলায় উদ্বুদ্ধ করবেন।