২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৪০:৫৬ অপরাহ্ন
সুনামির ঝুঁকিতে ইস্তানবুল
  • আপডেট করা হয়েছে : ২৫-০৬-২০২২
সুনামির ঝুঁকিতে ইস্তানবুল

তুরস্কের বৃহৎ নগরী ইস্তানবুলে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে বলে এক প্রতিবেদনে আশঙ্কা প্রতাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা- ইউনেস্কো।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী তিন দশকের মধ্যে ভূমধ্যসাগর তীরবর্তী বেশ কয়েকটি নগরীতে বড় ধরনের সুনামি আঘাত হানতে পারে।  খবর হুরিয়াতের।

এতে বলা হয়েছে, শতভাগ ঝুঁকিতে আছে ইস্তানবুল। এ ছাড়া সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ফ্রান্সের ক্যানেস ও মার্সেল শহর, মিসরের আলেক্সান্দ্রিয়া ও স্পেনের চিপিওনা শহর।

ইউনেস্কোর সুনামি বিশেষজ্ঞ বেরনারডো আলিআগা বলেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষ সুনামির সতর্কতাকে খুব একটি আমলে নেন না।

এ অঞ্চলে ১২টি সুনামি পূর্বাভাস কেন্দ্র তৈরি করার কথা রয়েছে। কিন্তু এগুলো এখনো নির্মাণ করা হয়নি।

শেয়ার করুন