২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:১৪:৩৯ অপরাহ্ন
বাড়ি লিখে না দেয়ায় বাবাকে ছুরিকাঘাত
  • আপডেট করা হয়েছে : ২৮-০৩-২০২৪
বাড়ি লিখে না দেয়ায় বাবাকে ছুরিকাঘাত

ছেলের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন বাবা জাহিদ শেখ (৪৮) । উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে যশোর শহরের পূর্ববান্দী মোল্লাপাড়া বাঁশ তলায় এ ঘটনা ঘটেছে। আহত জাহিদ শেখ বাঁশতলা এলাকার সফিয়ার রহমানের ছেলে।


আহত জাহিদ শেখ সাংবাদিকদের জানিয়েছেন, বখাটেদের সঙ্গে মেলামেশার কারণে মাসখানেক আগে ছেলে ইমাম হাসান জয়কে (২০) বাড়ি থেকে বের করে দেন। আজ (২৮ মার্চ) সকাল ১০টার দিকে সে বাড়িতে এসে তার নামে বাড়ি লিখে দিতে অস্বীকার করলে সে তার পিঠ ও কোমরে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

 

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. খন্দকার রেজওয়ান উদ দারাইন বলেন, ‘জাহিদকে গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠাই। তার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের ডা. নাজিব উদ্দিন তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠান।’


শেয়ার করুন