২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৩:০৩:৪৩ অপরাহ্ন
রাজশাহীতে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • আপডেট করা হয়েছে : ১৪-০৪-২০২৪
রাজশাহীতে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজশাহীতে দেশের প্রথম টেরেস্ট্রিয়াল টেলিভিশন একুশে টেলিভিশনের ২৫ বছরে পদার্পণ উৎসব পালিত হয়েছে।


রবিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর কাদিরগঞ্জস্থ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের হলরুমে বেসরকারী এ টেলিভিশনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটার আয়োজন করা হয় । এসময় অনুষ্ঠানে গৌরবময় দুই যুগ পেরিয়ে ২৫ বছরে পদার্পণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একুশে টেলিভিশনের সমৃদ্ধি কামনা করেন সুধীজনেরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ।


এসময় অতিথিরা বলেন, একুশে টেলিভিশন ২৫ বছরে পদার্পণের মাধ্যমে প্রমাণ করেছে যে সত্যের পথে ন্যায়ের পথে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকলে তার এগিয়ে যাওয়া কেউ ব্যাহত করতে পারে না । আগামীতে তারা অতীতের ঐতিহ্য ধরে রেখে দেশের অগ্রযাত্রা, সমস্যা, সম্ভাবনা, সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে এটাই ২৫ বছরের পদার্পণ উৎসবে আমাদের প্রত্যাশা।

শেয়ার করুন