রাজশাহীতে দেশের প্রথম টেরেস্ট্রিয়াল টেলিভিশন একুশে টেলিভিশনের ২৫ বছরে পদার্পণ উৎসব পালিত হয়েছে।
রবিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর কাদিরগঞ্জস্থ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের হলরুমে বেসরকারী এ টেলিভিশনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটার আয়োজন করা হয় । এসময় অনুষ্ঠানে গৌরবময় দুই যুগ পেরিয়ে ২৫ বছরে পদার্পণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একুশে টেলিভিশনের সমৃদ্ধি কামনা করেন সুধীজনেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ।
এসময় অতিথিরা বলেন, একুশে টেলিভিশন ২৫ বছরে পদার্পণের মাধ্যমে প্রমাণ করেছে যে সত্যের পথে ন্যায়ের পথে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকলে তার এগিয়ে যাওয়া কেউ ব্যাহত করতে পারে না । আগামীতে তারা অতীতের ঐতিহ্য ধরে রেখে দেশের অগ্রযাত্রা, সমস্যা, সম্ভাবনা, সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে এটাই ২৫ বছরের পদার্পণ উৎসবে আমাদের প্রত্যাশা।