২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৪:১৮:৩২ অপরাহ্ন
ইহুদিবাদবিরোধী ‘ভয়াবহ উত্থান’ ঘটছে: বাইডেন
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৪
ইহুদিবাদবিরোধী ‘ভয়াবহ উত্থান’ ঘটছে: বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন যাকে তিনি ইহুদিবাদবিরোধী ‘ভয়াবহ উত্থান’ বলে বর্ণনা করেছেন সেই প্রসঙ্গটি তুলে ধরেন যেখানে তিনি তার ভাব-গম্ভীর ভাষণে দুটি নিষ্ঠুর ঘটনাকে একসঙ্গে উত্থাপন করেন: হলোকস্টের বার্ষিক স্মৃতিতর্পণ এবং গাজায় সংঘাতের সপ্তম মাসে প্রবেশ।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হলোকস্ট মেমোরিয়াল মিউজামের বার্ষিক স্মরণ দিবসে বাইডেন এসব কথা বলেন। 

বাইডেন বলেন, বিশ্বে এই ঘৃণা বহু মানুষের অন্তরের গভীরে গ্রথিত রয়েছে।

তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে একদল বিধায়ক এবং নাৎসি জার্মানির হত্যাকাণ্ড থেকে প্রাণে রক্ষা পাওয়া কয়েকজন বয়ঃবৃদ্ধ লোকের সামনে ভাষণ দিচ্ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি পরিকল্পিতভাবে ৬০ লাখ ইহুদিকে নিশ্চিহ্ন করে দেওয়ার পদক্ষেপ নেয়।

তার মন্তব্যে বাইডেন সেই ঘটনার সঙ্গে জঙ্গি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিস্ময়কর হামলার যোগসূত্র স্থাপন করেন যেখানে ৭ অক্টোবর ১২০০ বেসামরিক ইসরাইলি প্রাণ হারান। এই আক্রমণের কারণে যে সংঘাতের সূচনা হয় তা আজ অবধি চলছে এবং এতে ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন।

বাইডেন বলেন, অক্টোবরের ওই হামলার পর আমরা যুক্তরাষ্ট্র এবং গোটা বিশ্বেই ইহুদিবাদবিরোধী ভয়াবহ উত্থান দেখেছি। এখন এই যে আমরা আছি, ৭৫ বছর পর নয়, সাড়ে সাত মাস পর আর জনগণ ইতোমধ্যেই ভুলে যাচ্ছে যে এই সন্ত্রাসের সূচনা করেছিল হামাস।

শেয়ার করুন