২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১১:০৯:০৭ পূর্বাহ্ন
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া মেমেসিং মারমা পাস করেছে
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২৪
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া মেমেসিং মারমা পাস করেছে

রাঙামাটির কাপ্তাইয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই মেমেসিং মারমা পাস করেছে। সে উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে অংশ নিয়ে গতকাল শনিবার প্রকাশিত ফলাফলে ৩.০৬ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 


মেমেসিং মারমা কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ার কৃষক উপাচিং মারমার মেয়ে।  তার বাবা কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ২৬ ফেব্রুয়ারি মারা যান। 


স্থানীয় লোকজন জানান, বাবার মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন (২৭ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মেমেসিং মারমার ধর্ম বিষয়ে পরীক্ষা ছিল।  বাবার মরদেহ বাড়িতে রেখে শোকের মধ্যে ধর্ম বিষয়ের পরীক্ষায় অংশ নেয় সে। 


মেমেসিং মারমার প্রতিবেশী চিংসুই মং মারমা বলেন, ‘মেমেসিং মারমার বাবা উপাচিং মারমা গত ২৬ ফেব্রুয়ারি মারা যান। পরের দিন মেয়েটার এসএসসি পরীক্ষা ছিল। ঘরে বাবার মরদেহ  রেখে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে। তার ফলাফলে আমরা খুশি।’ 


ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল বলেন, ‘মেমেসিং মারমা ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ধর্ম পরীক্ষার আগের দিন তার বাবার মৃত্যু হয়। বাবার মরদেহ রেখে ওই পরীক্ষাসহ বাকি পরীক্ষায় অংশ নেয়। গতকাল প্রকাশিত ফলাফলে সে ৩.০৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমরা তার সফলতা কামনা করছি।’


শেয়ার করুন