রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত নগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে মাদক কারবারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকসেবী রয়েছে।
নগর পুলিশ জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১৩ জন, শাহমখদুম থানা ৪ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করেছে।
যারমধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৭ গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্তদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেন্সিডিল ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।