২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০১:২৮:১১ পূর্বাহ্ন
ভারত-বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ১০-০৬-২০২৪
ভারত-বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী

দুই দেশে দুই প্রধানমন্ত্রীর (মোদি-হাসিনা) নেতৃত্বে ভারত-বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে৷ শপথের পরপরই নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে, ভবিষ্যতের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।


সোমবার (১০ জুন) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান, বাংলাদেশেও একই সরকার; ভারতেও একই সরকার৷ তাই কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা তো আছেই৷


মন্ত্রী বলেন, প্রতিবেশী দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক; এখানে অনেকগুলো বিষয় আছে৷ যেহেতু একই সরকারের ধারাবাহিকতা৷ তাই কাজ করার ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধাও রয়েছে৷


হাছান মাহমুদ আরও বলেন, দুই দেশের সম্পর্কের মাধ্যমে উভয় দেশের মানুষই কিন্তু উপকৃত হচ্ছে; বিশেষ করে যোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রে৷ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও বিস্তৃত হবে৷ বাংলাদেশ-ভারতের গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে৷

শেয়ার করুন