০৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ০৬:৩০:৩৪ পূর্বাহ্ন
এবার কোটা আন্দোলনকারীদের পাশে লিটন-শান্ত-সৌম্য
  • আপডেট করা হয়েছে : ১৮-০৭-২০২৪
এবার কোটা আন্দোলনকারীদের পাশে লিটন-শান্ত-সৌম্য

কোটা সংস্কারের দাবিতে সারা দেশ এখন উত্তাল। পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, বরিশাল, রংপুরসহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়গুলোতেই চলছে আন্দোলন। সেই আন্দোলনে নিহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। আহতের পরিমাণ অগণিত। শিক্ষার্থীদের রক্তে রাজপথ রক্তাক্ত হচ্ছে। যা নাড়িয়ে দেবে যেকোনো বিবেকবোধ সম্পন্ন মানুষকেই। দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা তারকা ক্রিকেটারদেরও ছুঁয়ে গেছে শিক্ষার্থীদের এই আন্দোলন। নতুন করে আর কোনো রক্তপাত চান না তারা। কোটা সংস্কারে তাই যৌক্তিক সমাধান চেয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা।


চলমান সংকট সমাধানে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে বিবৃতি দিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত ও সৌম্য সরকার ও লিটন দাস। কোটা সংস্কারে দ্রুত সমাধান চেয়েছেন তারা।


বাংলাদেশের তারকা ওপেনার সৌম্য সরকার লিখেছেন, ‘কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার। প্রার্থনা করি আর কোনো মা যেন সন্তান না হারায়। শান্তি ফিরে আসুক সবার জীবনে।’


বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এর আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেও এবার কোটা ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ফেসবুকে তিনি লিখলেন, ‘শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত। কোনো মৃত্যুই কাম্য নয়, যেকোনো উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। আসুক শান্তি। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।’


কোটা সংস্কারের যৌক্তিক সমাধান চেয়ে লিটন দাস লিখেছেন, ‘কোথাও কোন রক্তপাত, কোনো মৃত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাই আর কোনো ভাই-বোনের ওপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক। দেশটা আমাদের সবার।’


এর আগে কোটা সংস্কারের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও শরিফুল ইসলাম। যদিও এখন পর্যন্ত এই ইস্যুতে কিছুই বলেননি বাংলাদেশ দলের ক্রিকেটার ও সরকারের দুই সংসদ সদস্য সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।


শেয়ার করুন