মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় ভয় পেয়েও ক্ষমতাসীন দলের লোকেরা এ নিয়ে চাপাবাজি করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ বুধবার রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলেমা রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন।
ভিসা নিষেধাজ্ঞায় সরকার বিপদে আছে—এমন মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, ‘বিপদে আছে তারা (সরকার), এটা বোঝা যায়। বিভিন্ন বক্তৃতায় যেসব চাপাবাজি করে। ছেলে-মেয়েরা আমেরিকায় যেতে পারছে না, ফিরে আসতেছে। বড় বড় সরকারি কর্মকর্তারা ভিসার দরখাস্ত দিয়ে রিজেক্ট হয়ে যাচ্ছে। বাড়িতে বাড়িতে কান্নাকাটি চলতেছে। আর বাইরে এসে মাইকের সামনে বলছেন এই সব স্যাংশন, এই সব রেস্ট্রিকশসন আমরা পরোয়া করি না।’
ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা (সরকার) ভয় পেয়েছেন, কিন্তু জাতি হিসেবে আমরা লজ্জিত। যাদের কারণে এই লজ্জা, তাদের আর বহন করার কোনো প্রয়োজন নাই।’
চলমান সরকার পতনের এক দফার আন্দোলনে অংশ নিতে দলমত-নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমাদের দাবি ন্যায্য। আমরা জনগণের পক্ষে আছি। জনগণ আমাদের পক্ষে আছে। বাংলাদেশের সবাই পরিবর্তন চায়। কেউ বলতেছে, কেউ বলতেছে না। যারা এখনো রাস্তায় নামছেন না, তাঁদের বলি—এই সরকারের পতন অবশ্যই হবে। বাংলাদেশের জনগণ শুধু নয়, গণতান্ত্রিক বিশ্বও এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এই সরকারের পতন হবেই হবে। যারা এই সরকার পতনের আন্দোলনে আছেন, তাঁরা স্বৈরাচারের পতন করেছেন বলে গৌরব করবেন। আর যাঁরা আন্দোলনে আসছেন না, তাঁরা আক্ষেপ করবেন আর বলবেন—আ হা! স্বৈরাচারবিরোধী এই আন্দোলনে থাকতে পারলাম না!’