১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪২:৪৪ অপরাহ্ন
রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ শুরু
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২৪
রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ শুরু

এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হয়েছে অসহযোগ কর্মসূচি। কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সকাল থেকেই উত্তপ্ত ছিল রাজধানীর এলাকাগুলো। রোববার (৪ আগস্ট) বেলা ১টার দিকে সংঘর্ষ শুরু হয় কাটাবন এলাকায়। যেখানে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আন্দোলনকারীরা। এক পর্যায়ে শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়তে থাকে। কাটাবন থেকে সংঘর্ষ ছড়িয়েছে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব ও বাটার সিগন্যাল এলাকায়। 


একই সময় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


সকাল থেকেই এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী ছাত্ররা ধীরে ধীরে জড়ো হয়েছেন। পুলিশও আন্দোলনকারীদের বিপরীতে প্রস্তুতি নিতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে শোনা যায়। 

শনির আখড়া আলাকা থেকে পিছু হটেছে ছাত্রলীগ। 


ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়তে দেখা গেছে হেলমেট পড়া যুবকদের। 


শেয়ার করুন