২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০২:১৬:৫৩ পূর্বাহ্ন
শেখ হাসিনার গন্তব্য এখনো ঠিক হয়নি, যে অবস্থানে ভারত
  • আপডেট করা হয়েছে : ০৮-০৮-২০২৪
শেখ হাসিনার গন্তব্য এখনো ঠিক হয়নি, যে অবস্থানে ভারত

সম্প্রতি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তাকে ক্ষমতাচ্যুত করার দাবিতে চলা সহিংস বিক্ষোভের মধ্যে ঢাকা ছেড়ে দিল্লির কাছে অবতরণ করেন তিনি। তার পর থেকে তিনি কোন দেশে আশ্রয় নেবেন, তা নিয়ে জল্পনা চলছে। ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পরপরই কিছু প্রতিবেদনে দাবি করা হয়, ৭৬ বছর বয়সী এই নেতা যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন।


কিন্তু লন্ডন দ্বিধায় থাকায় আওয়ামী লীগ নেতা অন্য বিকল্প দেখছেন বলে জানা গেছে। এনডিটিভি একটি প্রতিবেদনে সামগ্রিক বিষয়টি তুলে ধরেছে।

যা বললেন শেখ হাসিনার ছেলে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে ও আওয়ামী লীগ নেতা সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, যুক্তরাজ্যে তার মার আশ্রয় চাওয়ার খবরগুলো ভুল। তিনি বলেন, হাসিনা কোথাও আশ্রয়ের আবেদন করেননি।


তাই যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের প্রশ্নটি এখনো সত্য নয়। তার মা এই মেয়াদের পরে অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি বাংলাদেশে রাজনীতি নিয়ে কাজ করছেন।

অন্যদিকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক।


শেয়ার করুন