২০ মে ২০২৫, মঙ্গলবার, ১২:১৮:৩৯ অপরাহ্ন
রাজশাহী পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেলেন আর্চার সাগর
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২৪
রাজশাহী পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেলেন আর্চার সাগর

প্যারিস অলিম্পিক শেষে দেশের মাটিতে ফিরেই উষ্ণ অভ্যর্থনা পেলেন আর্চার সাগর ইসলাম। রোববার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে সড়কপথে রাজশাহী পৌঁছালে শিরোইল বাসস্ট্যান্ডে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।

এ সময় তার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান  ক্রীড়ামোদী ও শুভানুধ্যায়ীরা।

এরপর সাগরকে একটি মিনি পিকআপভ্যানে করে রাজশাহী শহরের বিভিন্ন সড়ক ঘুরিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

নিজ জন্মস্থান রাজশাহীর মাটিতে পৌঁছে সাগর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য কোচ ও সংগঠকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন