২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:০৬:০৮ অপরাহ্ন
১৬নং ওয়ার্ডে কবরস্থান পরিদর্শনে রাসিক মেয়র লিটন
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২৩
১৬নং ওয়ার্ডে কবরস্থান পরিদর্শনে রাসিক মেয়র লিটন

রাজশাহী মহানগরীর ১৬নং ওয়ার্ডের সুজানগর বিলপাড়া এলাকাস্থ নবনির্মিত মাক্ব রাবায়ে সালেহীন কবরস্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কবরস্থানটি সম্প্রসারণের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেন রাসিক মেয়র।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, জোন-৬ এর কাউন্সিলর মাজেদা বেগম, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, গোরস্থান কমিটির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, রাসিকের সম্পত্তি কর্মকর্তা আবু নূর মতিউর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে কবরস্থান পরিদর্শন শেষে ১৬নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ এবং ১৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে প্রতিবন্ধীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শেয়ার করুন