২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০১:০৬:১৩ অপরাহ্ন
দেশের সকল থানাকে নতুন নির্দেশনা দিল স্বরাষ্ট্রমন্ত্রণালয়
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২৪
দেশের সকল থানাকে নতুন নির্দেশনা দিল স্বরাষ্ট্রমন্ত্রণালয়

ছাত্র-জনতার আন্দোলনের পর থানা থেকে সরে যান পুলিশ সদস্যরা। পরে ফিরে আসলেও এখনো নান অভিযোগ রয়েছে কিছু থানার নামে। এমতাবস্থায় দেশের থানাগুলোকে মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও এফআইআর দ্রুত নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। সেই সঙ্গে তদন্তে বিলম্ব না করার নির্দেশনা দেওয়া হয়েছে।


বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি হয়েছে। পরিপত্রটি পুলিশ অধিদফতর, পুলিশ মহাপরিদর্শক, সব মেট্রোপলিটন ও ডিআইজি রেঞ্জের পুলিশ কমিশনার এবং সব পুলিশ সুপারদের বিতরণের জন্যও বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে থানায় অভিযোগ গ্রহণে বিলম্বের খবর পাওয়া গেছে। আবার অনেক থানায় জিডি, এফআইআর ও মামলা গ্রহণে অসম্মতি এবং বিলম্ব করা হচ্ছে। 


এক্ষেত্রে জিডি, এফআইআর এবং মামলা গ্রহণে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না।


পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


শেয়ার করুন