১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:৫৯:৪৫ পূর্বাহ্ন
এবার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন লিটন
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২৪
এবার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন লিটন

রাওয়ালপিন্ডি টেস্ট ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধান হারিয়েছে টাইগাররা। ১৯১ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। ম্যাচসেরার পুরস্কার হিসেবে পাওয়া অর্থ বন্যার্তদের দান করেছেন মিস্টার ডিপেন্ডেবল। 


এই ম্যাচে ৭৮ বলে ৫৬ রান করেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। এই ইনিংসের জন্য এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেছেন লিটন। মুশফিকে পর পুরস্কার হিসেবে পাওয়া অর্থ বন্যার্তদের দান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।


ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিটন লেখেন, 'পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে।'


শেয়ার করুন