২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:১৮:১২ অপরাহ্ন
সচিবালয়ে ঢুকে আনসারদের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে স্থগিত
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২৪
সচিবালয়ে ঢুকে আনসারদের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে স্থগিত

চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছেন আনসাররা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। 


রোববার (২৫ আগস্ট) বেলা ১টা ২০ মিনিটের দিকে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে বিদ্যুৎ ভবনের উল্টো দিকের ৩ নম্বর গেট দিয়ে ‌সচিবালয়ে ঢুকে পড়েন।


চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন আনসাররা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।


অর্ধশতাধিক আনসার ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। আনসাররা ভেতরে ঢুকে চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা।


পরে বেলা ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অঙ্গীভূত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।


আনসার সদস্যরা জানান, সারা দেশে ৫৯ হাজার ১৩০ জন অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। তাদের দাবি মেনে নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। 


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আনসার সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আমরা তিন উপদেষ্টা এবং অন্যান্য সহকর্মীর সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এখন থেকে আনসারে রেস্ট প্রথা থাকবে না।


শেয়ার করুন