২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ০৪:৪১:৪৮ পূর্বাহ্ন
ফারাক্কা খুললেও পদ্মায় পানি বৃদ্ধির হার স্বাভাবিক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৮-২০২৪
ফারাক্কা খুললেও পদ্মায় পানি বৃদ্ধির হার স্বাভাবিক

অতিরিক্ত পানির চাপের কারণে ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। তবে রাজশাহী অঞ্চলের পদ্মা নদীতে এখনও পানি বৃদ্ধির হার স্বাভাবিক রয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১৮ ঘণ্টায় পানি বৃদ্ধি হয়নি।


পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে, রোববার সকালে পানির উচ্চতা ছিল ১৬.২৭ মিটার। সন্ধ্যা ৬টায় ৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে হয় ১৬.৩০ মিটার। তবে এরপর গত ১৮ ঘণ্টায় পানি বৃদ্ধি পায়নি।


রাজশাহী নগরীর বড়কুটি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫ মিটার। ফলে বিপৎসীমার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।


রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর সমকালকে জানান, বর্ষায় ফারাক্কা গেট খোলাই থাকে। পানি বৃদ্ধির হার স্বাভাবিক আছে। দুঃচিন্তার কিছু নেই। পানি কিছুটা বৃদ্ধি পেতে আরও দুদিন সময় লাগবে।


শেয়ার করুন