সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বাবা-মায়েরা তাদের বাচ্চাদের বিছানায় শুইয়ে দেন, গল্প শোনান, গান শোনান; কিন্তু তাদের মনের মধ্যে চিন্তা— আগামীকাল তাদের বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পর কিংবা খোলা জায়গায় নিয়ে যাওয়ার পর, তাদের সঙ্গে কী ঘটবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলার পর এসব কথা বলেন ওবামা। এ ঘটনায় এক শিক্ষকসহ ২১ জন নিহতের খবর পাওয়া গেছে।
নিহতদের পরিবারের প্রতি বারাক ওবামা ও তার স্ত্রী মিশেলের পক্ষ থেকে শোক জানান তিনি।
বলেন, স্যান্ডি হুকের প্রায় ১০ বছর পর এবং বাফেলোর ১০ দিন পর আমাদের দেশটি পঙ্গু হয়ে গেছে, ভয়ে নয়, কিন্তু একটি বন্দুক লবি এবং একটি রাজনৈতিক দল যারা এই ট্র্যাজেডিগুলো প্রতিরোধ করতে সাহায্য করতে পারে, কিন্তু তারা এতে কোনো আগ্রহই দেখায় না।
সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, পদক্ষেপ, যে কোনো ধরনের পদক্ষেপের জন্য ইতোমধ্যে দীর্ঘ সময় পেরিয়ে গেছে।
২০১৫ সালে, যখন তিনি ক্ষমতা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট গণমাধ্যমকে জানিয়েছিলেন, নতুন বন্দুক আইন সংস্কার করতে ব্যর্থ হয়েছে তার প্রশাসন। রাষ্ট্রপতি হিসেবে এটি ছিল তার সবচেয়ে বড় হতাশা।
তিনি বলেন, আমাদের জন্য এ সমস্যা সমাধান করতে না পারাটা ছিল কিছুটা দুঃখজনক।