বাংলাদেশের যারা নেপালে বেড়াতে যেতে চান তাদের জন্য সুখবর। পর্যটকদের জন্য এই সুখবর দিয়েছে নেপালে অবস্থিত ঢাকার দূতাবাস।
নেপালে বাংলাদেশিদের জন্য বিনামূল্যে অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে। এই জন্য পর্যটকদের আবেদন করতে হয় নেপাল দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। সেখান গিয়ে অন-অ্যারাইভাল ভিসার জন্য একটি আবেদন করতে হয়। সাধারণত একদিনের মধ্যেই এই ভিসা পাওয়া যায়। এবার সেখানে বাংলাদেশি পর্যটকদের জন্য এই ভিসার ব্যবস্থা আরো সহজ করা হচ্ছে।
জানানো হয়েছে, বাংলাদেশি পর্যটকদের জন্য ইলেকক্ট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ইটিএ) সিস্টেম চালু করেছে নেপাল।
নেপালের ঢাকার দূতাবাসের ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপাল বেড়াতে যাওয়ার জন্য বাংলাদেশের আবেদনকারী সব ব্যক্তির জন্য ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসা প্রতিস্থাপন করা হয়েছে। তাদেরকে আর হাতে লেখা ভিসা দেওয়া হবে না। তবে ভিসার আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য পূর্বশর্ত, প্রয়োজনীয় নথি বা কাগজপত্র জমা দেওয়ার পদ্ধতি অপরিবর্তিত রয়েছে। এই ভিসার জন্য আবেদন করার সময়ে দিতে হবে পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র বা বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট।