১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১০:২৪:৩৪ অপরাহ্ন
সাতসকালে গোপালগঞ্জে সড়কে ঝরল ৫ প্রাণ
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২৪
সাতসকালে গোপালগঞ্জে সড়কে ঝরল ৫ প্রাণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিঘাটিতে এ দুর্ঘটনা ঘটে।


ভাঙা হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল বাকি বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে ৫ জন নিহত হন এবং আহত হন ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।


তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।


শেয়ার করুন