১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ০৮:০৫:০০ পূর্বাহ্ন
‘ধুম ৪’ মাতাবেন রণবীর কাপুর
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২৪
‘ধুম ৪’ মাতাবেন রণবীর কাপুর

‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি বলিউডের অন্যতম সফল অ্যাকশন-থ্রিলার সিরিজ। ২০০৪ সালে মুক্তির পর এই একটি সিনেমা বদলে দিয়েছিল হিন্দি অ্যাকশন সিনেমার প্রচলিত গল্প বলার ধরন। অনেকদিন থেকেই ধরেই শোনা যাচ্ছিল, ‘ধুম’-এর চতুর্থ পর্বের প্রস্তুতি চলছে। এবার জানা গেল ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি মাতাবেন অন্যতম জনপ্রিয় অ্যাকশন হিরো রণবীর কাপুর। 



টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এতদিন ধরে চলতে থাকা জল্পনার অবসান হলো। ‘ধুম ৪’-এর প্রাথমিক গল্প শুনে এটির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ নিজেই নাকি প্রকাশ করেছেন অভিনেতা  রণবীর কাপুর।


‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির বাড়তি আকর্ষণ তৈরি হয় খল চরিত্রকে কেন্দ্র করে। এর আগে সেই চরিত্রে বক্স অফিস কাঁপাতে দেখা গেছে জন আব্রাহাম, হৃত্বিক রোশন, আমির খানদের। 


এবার সেই ব্লক ব্লাস্টার সিনেমার লিগ্যাসি বহন করবেন রণবীর কাপুর। তবে এত চমকের মাঝে একটা দুঃসংবাদও রয়েছে এবারের সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় আর অভিষেক বচ্চনকে দেখা যাবে না।


উদয় চোপড়া আগেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে ফেলেছেন। শোনা যাচ্ছে তার পরিবর্তে দুই পুলিশ অফিসারের চরিত্রের জন্য যশরাজ ফিল্মসের তরফে প্রস্তাব গেছে বলিউডের নবীন প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতার কাছে।



২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুতে শুটিংয়ের কথা রয়েছে। এর মধ্যে রণবীর তার ‘লাভ অ্যান্ড ওয়ার’, ‘রামায়ণ’-এর প্রথম ও দ্বিতীয় পর্বের শুটিং শেষ করবেন। এরপরই যোগ দেবেন ধুমের শুটিংয়ে। 


শেয়ার করুন