২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৫:৫২:০২ অপরাহ্ন
সংলাপে সরকারকে যেসব পরামর্শ দিল রাজনৈতিক দলগুলো
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২৪
সংলাপে সরকারকে যেসব পরামর্শ দিল রাজনৈতিক দলগুলো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ হয়েছে শনিবার (১৯ অক্টোবর)। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে এ সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়েছে। 


সংলাপে কোনো কোনো দল সংস্কারের পর নির্বাচনের পরামর্শ দিয়েছে। আবার কোনো দল আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনার বিচারসহ নানান সংস্কারপ্রস্তাব তুলে ধরেছে।


ড. কামাল হোসেনের নেতৃত্বে সংলাপে অংশ নিয়ে গণফোরাম রাষ্ট্র সংস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। সংলাপে জুলাই-অগাস্টে গণহত্যার দায়ে প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ ২৩ দফা লিখিত প্রস্তাব দিয়েছে অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি। এছাড়া বর্তমানে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ দিয়েছে কিছু রাজনৈতিক দল। কোনো কোনো দল যৌক্তিক সময়ে নির্বাচন চেয়েছে। তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের কথা বলেছে এনডিএম। পাচার করা টাকা ফেরাতে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে বিজেপি।


প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে এসব প্রস্তাব দিয়েছে দলগুলো। সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নিতে ১০টি দল ও জোটের সঙ্গে সংলাপ করেন সরকারপ্রধান। এর আগে ৫ অক্টোবর বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের সঙ্গে সংলাপ করে সরকার।


রাষ্ট্র সংস্কারে ১০ কমিশনে রাজনৈতিক দলের প্রতিনিধি দাবি: উপদেষ্টা পরিষদের কলেবর বৃদ্ধি, রাষ্ট্র সংস্কারে গঠিত ১০ কমিশনে রাজনৈতিক দলের প্রতিনিধি অন্তর্ভুক্ত, প্রশাসনে থাকা আওয়ামী লীগ সমর্থকদের অপসারণের প্রস্তাব করেছে কয়েকটি দল। 


সংলাপের পর সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা এসেছে আবারও। সঙ্গে তাদের শরিক দলগুলো নিষিদ্ধের দাবিও এসেছে। গত তিনটি সংসদ হয়েছে অবৈধভাবে। এগুলোকে কীভাবে অবৈধ ঘোষণা করা যায়– এ বিষয়ে রাজনৈতিক দলগুলো অভিমত দিয়েছে।


দ্রুততম সময়ে নির্বাচন চায় গণফোরাম: বিকেল ৩টায় গণফোরামের সঙ্গে আলোচনার মাধ্যমে শুরু হয় সংলাপ। মাঝে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণফ্রন্ট, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশে লেবার পার্টি, বাংলাদেশ জাসদের (একাংশ) শীর্ষ নেতাদের সঙ্গে সংলাপ করেন প্রধান উপদেষ্টা। গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্য অংশ নেন। সংলাপে সংবিধান, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কামাল হোসেন কথা বলেছেন বলে জানান দলটির সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু। তিনি বলেন, বাজার পরিস্থিতি নিয়ে জোর দিয়েছি। সিন্ডিকেট অবশ্যই ভাঙতে হবে। রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে কি না প্রশ্নে তিনি বলেন, তারিখ উল্লেখ করিনি। বলেছি, সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে।


আটটি দিবস বাতিলের বিষয়ে সাবেক যুবলীগ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক এমপি মন্টু বলেন, ‘জাতীয় দিবস ছাড়া কোনো দিবসই রাখা উচিত নয়।’ গণফোরামের কো-চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক প্রমুখ অংশ নেন।


শেয়ার করুন