২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:৪০:২২ অপরাহ্ন
রাজশাহীর কাঁচাবাজারে সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন আকাশ ছুঁয়েছে
জাকারিয়া আল ফয়সাল
  • আপডেট করা হয়েছে : ২১-১০-২০২৪
রাজশাহীর কাঁচাবাজারে সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন আকাশ ছুঁয়েছে

রাজশাহীর কাঁচাবাজারে সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন আকাশ ছুঁয়েছে। সাধ্য হচ্ছে না মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের। এতে বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের।


সোমবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় কাটাখালি বাজার ঘুরে এই চিত্র দেখা যায়। 


 বর্তমানে রাজশাহীতে ফুলকপি ৬০ টাকা ,লাউ ৪০ টাকা, পেঁয়াজ ১৪০ টাকা, আলু ৫৫ টাকা, লালশাক ও সবুজ শাক ১৫ থেকে ২০ টাকা,মূলা চল্লিশ টাকা, বেগুন ৭০ টাকা, কাঁচামরিচ ২৬০ টাকা, রসুন ২৪০ টাকা,শশা ৬০ টাকা, পটল ৫০ টাকা, শিম ও টমেটো  ২০০ টাকা। 


ক্রেতারা বলছেন কোন সবজি ৫০ টাকার নিচে মিলছে না।কিছু কিছু সবজি ৫০ টাকার নিচে মিললেও অধিকাংশরই মূল্য ৫০ টাকার উপরে। 


খুচরা বিক্রেতারা জানান আড়ত থেকে তাদের বেশি দামে সবজি কিনতে হচ্ছে। 


এই চড়া দামের সবজির বাজারে দিনমজুর এবং নিম্ন আয়ের লোকজনদের পরিবার চালানোই যেন অসাধ্য।

শেয়ার করুন