২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩৫:০৪ অপরাহ্ন
১ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২৪
১ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

১ রানে পিছিয়ে থেকে টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতিতে গেছে বাংলাদেশ। এর আগে ৩ উইকেটে ১০১ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা। তবে দিনের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। শুরুতেই আউট হন জয়, এর পর মুশফিকুর রহিমও ফিরে যান। দ্রুত দুই উইকেট হারানোর দলের হাল ধরতে ব্যর্থ হন লিটন দাসও। তবে এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে হাল ধরেছেন মেহেদী মিরাজ, এ দুজনের জুটিতে আর কোনো উইকেট না হারিয়ে ২০১ রান করে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ, পিছিয়ে আছে ১ রানে। 


বাংলাদেশের স্কোরলাইন হয় ৬ উইকেটে ১১২। ফলে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। তবে জাকের আলীকে সঙ্গে নিয়ে সে শঙ্কা দূর করতে পেরেছেন মিরাজ। অভিষিক্ত জাকেরকে নিয়ে মিরাজ গড়েছেন ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি। 


প্রোটিয়া বোলারদের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন মিরাজ। জাকের নিয়ে দলের রান বাড়িয়েছেন তিনি। একই সঙ্গে তুলে নিয়েছেন নিজের ব্যক্তিগত অর্ধশতকও। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তিনি করেছেন ৫৫ রান। মিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন জাকের। তিনি অপরাজিত আছেন ৩০ রান। 


প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে আছে ১ রানে। 


শেয়ার করুন