২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৪:১৫:২৮ পূর্বাহ্ন
রাজশাহীতে ভাসানীর জীবনী প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২৪
রাজশাহীতে ভাসানীর জীবনী প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন

শনিবার (২৬ অক্টোবর) সকালে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেছে ভাসানী অনুসারী পরিষদের রাজশাহী জেলা ও নগর কমিটি।


মানববন্ধনে বক্তারা শিক্ষার্থীদের জন্য ভাসানীর জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বলেন, বর্তমান সরকারের উদ্যোগে বাংলাদেশের ইতিহাস বিকৃত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাসানী ফাউন্ডেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. জি এম শফিউর রহমান। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমানের উপর কাউকে থাকতে দেয়নি। তারা মনে করে, বাংলাদেশে শেখ মুজিবই একমাত্র ব্যক্তি, যার ওপরে আর কেউ নাই। কিন্তু মওলানা ভাসানী আওয়ামী লীগের জন্মদাতা এবং প্রতিষ্ঠাতা।"


শফিউর রহমান অভিযোগ করেন যে, বর্তমান সরকার ভাসানীকে ধামাচাপা দিতে চাইছে এবং নতুন প্রজন্মকে তাঁর সম্পর্কে জানার সুযোগ দেয়নি। তিনি বলেন, “পাঠ্যবই থেকে ভাসানীর জীবনী তুলে দিয়ে ইতিহাস বিকৃত করেছে। বাংলাদেশের প্রকৃত ইতিহাস থেকে শিক্ষার্থীদের দূরে রাখা হয়েছে।”


মানববন্ধনে ভাসানী অনুসারী পরিষদের রাজশাহী জেলার সভাপতি এশারুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মহানগরের সহসভাপতি নূর হোসেন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


বক্তারা পুনরায় দাবি করেন যে, পাঠ্যপুস্তকে মওলানা ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করা হোক, এবং ইতিহাসের সঠিক প্রতিফলন যেন শিক্ষার্থীদের কাছে পৌঁছায়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি শিক্ষার্থীদের ইতিহাসের প্রতি সচেতনতা বৃদ্ধি ও ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন