২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০১:৩৭:৪৮ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৪
সিরাজগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

গত ১ অক্টোবর , সন্ধ্যা  ৬টার দিকে মোছাঃ ফাতেমা খাতুন তার কর্মস্থল থেকে ডিম সরবরাহ করতে বের হন। নিউ মার্কেট এলাকায় অচেনা এক ভ্যানচালকের গাড়িতে উঠার পর, সিরাজগঞ্জের ডুমুরইছা হাটখোলা বাজার এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ভ্যানটি থামিয়ে তাকে জোরপূর্বক ইউক্যালিপটাস বাগানে নিয়ে যায়। সেখানে তারা সংঘবদ্ধভাবে ভিকটিমকে ধর্ষণ করে এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তরা ভিকটিমকে সিএনজিতে করে সিরাজগঞ্জ বাজার স্টেশনে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় ফাতেমাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সুস্থ হওয়ার পর তিনি নিজে বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।


মামলাটি দায়েরের পরপরই র‌্যাব অভিযানে নামে। র‌্যাব-১২ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশনায় এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২৯ অক্টোবর রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে মাগুরার কচুন্দী এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মোঃ আব্দুল মমিনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। গ্রেফতারকৃত মমিন সিরাজগঞ্জের ডুমুর ইছা গ্রামের বাসিন্দা এবং আলোচিত গণধর্ষণ মামলার মূল আসামি।


আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন