২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০২:০৭:১৪ অপরাহ্ন
ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ, একাই লড়ছেন মুমিনুল
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৪
ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ, একাই লড়ছেন মুমিনুল

দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের শেষ দিকে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এতেই শঙ্কা ছিল ফলোঅনে পড়ার। তৃতীয় দিনের শুরুতেই আরও চার উইকেট হারিয়ে সেই শঙ্কা আরও বাড়ায় টাইগার ব্যাটাররা। দলের এমন বিপর্যয়ের মধ্যেও ব্যাট হাতে একাই লড়াই করছেন মুমিনুল হক। 


মুমিনুলের ব্যাটে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে এখনো প্রয়োজন ২৩৯ রান। 


৪ উইকেটে ৩৮ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিনে মাত্র ১৬ রান যোগ করতেই আরও ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।


নাজমুল হোসেন শান্ত ৯, মেহেদী হাসান মিরাজ ১ রান করেন। এছাড়া রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিম ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। 


এরপর ক্রিজে আসা তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান মুমিনুল। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। মুমিনুলকে ভালো সঙ্গ দেন তাইজুল।


মুমিনুল ৯৭ বলে ৭৪ ও তাইজুল ৬৭ বলে ১৮ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা নিয়েছেন ৫টি উইকেট। 


শেয়ার করুন