রাজশাহী মহানগরীর সাগরপাড়া বড় পুকুর থেকে সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষের (৪২) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বোয়ালিয়া মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে সেখানে ভিড় করেন। পরে ঘনা ঘোষের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। সঞ্জিত কুমার দাস, যিনি ঘনা ঘোষ নামে পরিচিত, সাগরপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তিনি মৃত কালিপদ দাসের ছেলে। ঘনা ঘোষের দুই মেয়ে রয়েছে—বড় মেয়ে বাবলী দাস এবারের এসএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়ে তন্নী দাস প্রথম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুধ বিক্রির কাজ শেষে ঘনা ঘোষ পুকুরে গোসল করতে যান। তার স্ত্রী-সন্তানরা কালীপূজা উপলক্ষে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন, আর তার মা ছিলেন বাড়িতে একা। গোসলে গিয়ে আর না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় তার শরীরে ফুলপ্যান্ট, গায়ে জামা এবং কোমরে গামছা বাঁধা ছিল।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।