০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৫০:৫১ অপরাহ্ন
তিন সাঁওতাল হত্যার বিচারসহ আদিবাসীদের ৮ দফা দাবি
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
তিন সাঁওতাল হত্যার বিচারসহ আদিবাসীদের ৮ দফা দাবি

তিন সাঁওতাল হত্যার বিচার ও সমতলের আদিবাসীদের ন্যায্য অধিকার আদায়ে আট দফা দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হলরুমে দুপুর ১২টার দিকে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।


জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সূভাষ চন্দ্র হেমব্রম লিখিত বক্তব্যে জানান, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ২০ লাখ আদিবাসী বসবাস করে। মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা সত্ত্বেও স্বাধীনতার পর থেকে তাদের জমি ও সম্পত্তি নানা দখলদারের হাতে চলে গেছে এবং আজও সেই জমি ফিরে পায়নি। ভূমিদস্যু, সন্ত্রাসী ও স্থানীয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় আদিবাসীদের উপর নানা নির্যাতন, উচ্ছেদ ও অত্যাচার চলছেই।


বিশেষ করে ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে তিন সাঁওতাল হত্যার বিচার এখনো হয়নি। সেই ঘটনায় মঙ্গল মার্ডি, রমেশ টুডু ও শ্যামল হেমব্রম নিহত হন এবং বহু সাঁওতাল আজও ক্ষতিগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছেন।


দাবি ও প্রত্যাশা: ১. সমতলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান। ২. পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন। ৩. সাহেবগঞ্জ-বাগদাফার্মের জমি প্রকৃত মালিকদের ফেরত এবং ইপিজেড নির্মাণ বন্ধ। ৪. ২০১৬ সালের হত্যাকাণ্ডের বিচার, ক্ষতিপূরণ ও মিথ্যা মামলা প্রত্যাহার। 5. আদিবাসী সাংস্কৃতিক একাডেমীতে জনবল নিয়োগ ও আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত। 6. আদিবাসীদের উপর চলমান অত্যাচার বন্ধে আইনি ব্যবস্থা এবং সুরক্ষা আইন প্রণয়ন। 7. সরকারি চাকুরিতে ৫% কোটা সংরক্ষণসহ আদিবাসী ছাত্র-যুবদের জন্য কর্মসংস্থান নিশ্চিত। 8. মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা এবং আদিবাসী অধ্যুষিত স্কুলগুলোতে আদিবাসী শিক্ষক নিয়োগ।


সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন