০৯ নভেম্বর ২০২৪, শনিবার, ০১:১৯:৫৭ পূর্বাহ্ন
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১,মাদকদ্রব্য উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৪
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১,মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ২১ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন। বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।


রাজশাহীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে। এতে অংশ নেয় মহানগরীর বিভিন্ন থানা এবং ডিবি পুলিশের সদস্যরা। অভিযান শেষে বিভিন্ন থানার পুলিশ তাদের কার্যক্রমের ফলাফল তুলে ধরে। বিভিন্ন থানা থেকে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে: বোয়ালিয়া মডেল থানা: ২ জন ,রাজপাড়া থানা: ১ জন,চন্দ্রিমা থানা: ১ জন,কাটাখালী থানা: ১ জন,শাহমখদুম থানা: ১ জন,এয়ারপোর্ট থানা: ১ জন,পবা থানা: ১ জন,কাশিয়াডাঙ্গা থানা: ৩ জন,ডিবি পুলিশ: ১০ জন


গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ ছাড়া, ১ জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি ১৮ জন বিভিন্ন অপরাধে অভিযুক্ত ছিলেন। মাদক মামলায় অভিযুক্ত এক আসামির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।


নগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, “রাজশাহী মহানগরীতে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”








শেয়ার করুন