২০ মে ২০২৫, মঙ্গলবার, ১২:২৯:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতিতে শাকিল সহ-সভাপতি হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান
তুহিন অলিভার
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৪
রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতিতে  শাকিল সহ-সভাপতি হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি উত্তর-পশ্চিম অঞ্চল জোনের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ত্রি-বার্ষিক নির্বাচনে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল সহ-সভাপতি হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (০৮ নভেম্বর)  বিকাল ৪ টায় সপুরা কাটমিলের মোড়ে  সপুরা ছাত্র ও যুব সমাজের উদ্যোগ এই আয়োজন করা হয়। 


এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নবনির্বাচিত সহ-সভাপতি  ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল।


অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সপুরা ছাত্র ও যুব সমাজের প্রতিষ্ঠাতা জাকারিয়া হোসেন সজিব।


এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নবনির্বাচিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক   ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, সদস্য শ্যামল শেখ প্রমুখ। 


এই সময় উপস্থিত বক্তারা বলেন,  দীর্ঘ সময়ে স্বৈরাচার  সরকার শেখ হাসিনার আমলে, আমরা বিভিন্ন ভাবে নির্যাতিত ।  সেই সময় আমরা কাজ পেয়েও, সেই কাজ গুলো আমাদের দেওয়া হয় নাই।  এখন এই কমিটি নিয়ে খুশি হওয়ার কিছু নাই,  এটা আমাদের প্রাপ্য। 


অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রিদওয়ানুর রহমান রিয়াদ।


  



শেয়ার করুন