১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৫৮:০৭ পূর্বাহ্ন
সিন্ডিকেট ভাঙতে রাজশাহীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৪
সিন্ডিকেট ভাঙতে রাজশাহীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি

রাজশাহী শহরে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রি শুরু করেছেন, যা চলমান বাজার সিন্ডিকেট ভাঙার প্রয়াস হিসেবে প্রশংসা কুড়িয়েছে। সপ্তাহের শুক্র ও শনিবার ভোরে গ্রামের হাট থেকে তাজা সবজি সংগ্রহ করে শহরের বিভিন্ন স্থানে ‘আমরা রাজশাহীবাসী’-এর ব্যানারে শিক্ষার্থীরা এই ভ্রাম্যমাণ দোকান পরিচালনা করছেন। এখানে বাজারমূল্যের চেয়ে ২ থেকে ১০ টাকা কম দামে সবজি পাওয়া যাচ্ছে।


শনিবার ভোরে পবা উপজেলার খড়খড়ি বাইপাস থেকে মুশফিক মঈন ও মো. জহিরুল ইসলাম নামের দুই শিক্ষার্থী ভ্যানে করে সবজি এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজারে বিক্রি শুরু করেন। তাঁদের সহযোগিতায় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, চিকিৎসক রায়হানুল নঈমী (আশিক), এবং শিক্ষার্থী মো. বেলাল হোসেন। তাঁদের দোকানে আলু, কুমড়া, পটোল, ফুলকপি, শাকসহ বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে।


শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষতি ও পুরোনো বাজার সিন্ডিকেটের প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে। তাঁদের দাবি, এই কার্যক্রমের মাধ্যমে বাজারের বৈষম্য কিছুটা হলেও হ্রাস পাবে। শিক্ষার্থী সুমাইয়াতুল ফেরদৌসী বলেন, এমন উদ্যোগ বাজারের সিন্ডিকেট দুর্বল করতে ভূমিকা রাখবে। ভ্যানচালক রবিউল ইসলাম মন্তব্য করেন, বাজারের তুলনায় এখানে সবজির দাম অনেক কম, যা সাধারণ মানুষের জন্য সহায়ক।


সালাহউদ্দিন আম্মার বলেন, স্থানীয় বাজারগুলোতে সিন্ডিকেটের প্রভাব রয়েছে, তাই প্রতিবাদস্বরূপ তাঁরা সেসব জায়গায় ভ্রাম্যমাণ দোকান বসাচ্ছেন। এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ, যা আরও বড় পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন