২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:০৯:২৪ অপরাহ্ন
নতুন মামলায় গ্রেপ্তার মেনন-শাহজাহান খানসহ ৭ জন
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৪
নতুন মামলায় গ্রেপ্তার মেনন-শাহজাহান খানসহ ৭ জন

 বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর তিন থানার পৃথক চার হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, শাহজাহান খানসহ ৭ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।


অন্যরা হলেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা রেজাউল করিম, যুবলীগ নেতা কবির হোসেন।


সোমবার (১১ নভেম্বর) সকালে পুলিশ তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।


পল্টন থানার শামীম হত্যা মামলায় শাহজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, কবির হোসেন, আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


রাজধানীর যাত্রাবাড়ী থানার মনোয়ারা হসপিটালের সামনে গুলিতে নিহত হওয়া রফিকুল ইসলাম হত্যা মামলায় আহম্মদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


এছাড়া মিরপুরের দুটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


শেয়ার করুন