২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:২২:৪০ অপরাহ্ন
ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপের বিষয়টি মিথ্যা
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৪
ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপের বিষয়টি মিথ্যা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে কথা বলার বিষয়টি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছে ক্রেমলিন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


এর আগে রোববার ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে রয়টার্স জানায়, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না বাড়ানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ইউরোপে ওয়াশিংটনের বিশাল সামরিক উপস্থিতির কথাও উল্লেখ করেন।


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এটি সম্পূর্ণ অসত্য। এটি একটি কল্পকাহিনী। এটি শুধুমাত্র মিথ্যা তথ্য। পুতিন ও ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপ হয়নি।


পেসকভ আরও বলেন, এটিই সুস্পষ্ট উদাহরণ যে, যেসব তথ্য প্রকাশিত হচ্ছে তার মান কেমন। এমনকি কখনও কখনও স্বনামধন্য প্রকাশনাগুলোতেও এরকম তথ্য প্রকাশিত হচ্ছে।


ট্রাম্পের সঙ্গে পুতিনের কোনো যোগাযোগের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পেসকভ বলেন, এখনও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।


এর আগে বৃহস্পতিবার রাশিয়ার সোচির ব্ল্যাক সি রিসোর্টে একটি আন্তর্জাতিক ফোরাম সম্মেলনের একটি প্রশ্নোত্তর সেশনে পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি তাকে (ট্রাম্প) অভিনন্দন জানাচ্ছি।


শেয়ার করুন