ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করার এবং বাবাসহ দেশে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আহ্বান জানিয়েছেন আলেক্সি নাভালনির মেয়ে দাশা নাভালনায়া।
শুক্রবার ইরিন বার্নেটের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। খবর সিএনএনের।
পুতিনকে নাভালনির মেয়ে বলেন, আমরা লড়াই বন্ধ করব না, যতক্ষণ না আমাদের এই দুটি লক্ষ্যই অর্জিত না হয়।
তিনি বলেন, আমার বাবার স্বাস্থ্যের অবস্থা ভালো না, তার বিষয় নিশ্চিতভাবে কিছু জানতে পারি না। তিনি তার পরিবারকে ছয় মাসের বেশি সময় ধরে দেখেননি।
তিনি আরও বলেন, তার স্বাস্থ্যের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে, তাই আমাদের বাবাকে মুক্তির আহ্বান জানাচ্ছি।
ইউক্রেনের যুদ্ধ বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি।
আলেক্সি নাভালনি হলেন- পুতিনের কঠোর সমালোচক। প্রতারণার দায়ে বর্তমান কারাগারে বন্দি আছেন তিনি। দেশটির একটি আদালত নাভালনায়াকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন।