রাজশাহী জেলা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি অন্তর্র্বতী সরকারের নতুন তিন উপদেষ্টার অপসারণের দাবিতে একাই রাস্তায় কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে মহানগরের জিরোপয়েন্ট এলাকায় গলায় প্রতিবাদী ব্যানার নিয়ে তাকে একাকী হাঁটতে দেখা যায়। ব্যানারে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ তিন উপদেষ্টার ছবি এবং তাদের অপসারণের দাবি ছিল।
প্রথমে সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর, রোকসানা জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বরে যান। সেখানে তিনি ব্যানারে আগুন দিয়ে প্রতিবাদ জানান। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চলের কেউ স্থান পাননি, যা আমাদের প্রতি বঞ্চনার পরিচায়ক।” রাজশাহীর মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, অথচ তাদের প্রতিনিধিত্ব নেই, বলে তিনি উল্লেখ করেন।
তালাকইমারি মোড়ে সোমবার বিকেলে রাজশাহীর ছাত্র-জনতাও উপদেষ্টা নিয়োগে সরকারের ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও অংশীদারত্বহীন সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে।