২৯ জানুয়ারী ২০২৫, বুধবার, ০৫:৩৩:২৯ পূর্বাহ্ন
ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২৪
ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়া সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকালে লাশটি উদ্ধার করা হয়। 


নিহত সাইদুর রহমান রয়েল উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের দাওসা গ্রামের সাবেক ইউপি চোয়ারম্যান মৃত আব্দুস সোবাহানের ছেলে।


পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রয়েল প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী নাসিমাকে নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন। গত বুধবার দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে বেঁধে রাখেন চেয়ারম্যান রয়েল। পরে পরিবারের লোকজন এসে নাসিমাকে নিয়ে যায়।


বৃহস্পতিবার থেকে চেয়ারম্যানের বাসার দরজা এবং তার ফোন বন্ধ পান স্বজনরা। শনিবার সকালে চেয়ারম্যানের বোন তাকে খোঁজতে বাসায় যান। ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে চেয়ারম্যানের ঝুলন্ত লাশ দেখতে পান। বেলা ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে দুই দিন আগে আত্মহত্যা করে থাকতে পারে। কারণ, লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন