২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৫:২১:৩২ পূর্বাহ্ন
পুলিশে আবারও বড় রদবদল
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৪
পুলিশে আবারও বড় রদবদল

পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।


বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।


বদলিকৃতদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ২৩ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এদিকে একই দিনে পুলিশের শীর্ষ পদেও পরিবর্তন আনা হয়েছে।আইজিপি ময়নুল ইসলামকে সরিয়ে পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়া হয় চার বছর আগে অবসরে যাওয়া বাহারুল আলমকে। এদিন ডিএমপি কমিশনার মাইনুল হাসানকে সরিয়ে অবসরে যাওয়া আরেক কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলীকে দায়িত্ব দেওয়া হয়।


বৃহস্পতিবার সকালে তারা নিজ নিজ দপ্তরে আগের আইজিপি ও ডিএমপি কমিশনারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।


আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। আগামী দুই বছর তারা নতুন এ দায়িত্ব পালন করবেন।


বাহারুল আলম এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ছিলেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কাজ করেন। ২০১৫ সালে তিনি আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার ছিলেন।


বাহারুল আলম ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনেও দায়িত্ব পালন করেন। দুই দফা ‘পদোন্নতিবঞ্চিত’ এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।


সরকার পতনের দিন গত ৫ আগস্ট আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আত্মগোপনে চলে যান। পরদিন মধ্যরাতে নতুন পুলিশ প্রধানের দায়িত্ব পান ময়নুল ইসলাম। এখন তার স্থলাভিষিক্ত হলেন বাহারুল আলম।


অপরদিকে গত ৬ আগস্ট ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মাইনুল হাসান। তিনি পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক ছিলেন। তার জায়গায় এখন নতুন দায়িত্ব পেলেন সাজ্জাত আলী।


শেয়ার করুন